শিরোনাম :
শাবি ভিসি’র বাংলোর সিসিটিভি’র হার্ডডিস্ক ‘গায়েব’ হিউম্যান রাইটস’র চেয়ারম্যান দেলোয়ার খানের বিদায়ী সংবর্ধনা কবি ও লেখক বাবুল দেবের রচিত নাড়ির টান ও প্রতিদিন প্রতিক্ষণ বই দুটির প্রকাশনা উৎসব ফেঞ্চুগঞ্জে সংবর্ধনায় খান জামাল-গনহত্যায় জড়িতদের জাতী ক্ষমা করবেনা নজির মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষককে বিদায় সংবর্ধনা মৌলভীবাজারের হত্যা মামলার আসামী সিলেটে গ্রেফতার গোয়াইনঘাটে আরইআরএমপি প্রকল্পের চেক প্রদান  সিলেটে ৬ লাখ টাকা আত্মসাত-পুলিশের চেষ্টায় টাকা ফেরত পেয়েছেন ওই নারী সিলেট মহানগর ২২ নম্বর ওয়ার্ডের সিরাতুন্নবী (সা.) মাহফিল সম্পন্ন সিলেটের সকল স্কুল কলেজের সামনে জেব্র ক্রসিং স্থাপনের দাবি-নিসচা সমাবেশে

আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসেনি, সব সময় ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। অন্য দলগুলি গডফাদার, বন্দুকের নল ও নানান ধরনের ফন্দি ফিকিরের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করেন যা আওয়ামী লীগ কোনদিন চিন্তা করেনা।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শনিবার (৩ ডিসেম্বর) হবিগঞ্জে জেলার শায়েস্তাগঞ্জ থানার নবনির্মিত ভবন উদ্বোধন কালে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। বিকাল তিনটার দিকে তিনি শায়েস্তাগঞ্জ থানার নবনির্মিত ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন করেন। ভবন উদ্বোধন উপলক্ষে থানা চত্বরে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ১০ ডিসেম্বর ঢাকা শহর অচল করে সরকার পতনের হুমকি দিয়েছে বিএনপি। তারা নাকি সেদিন লক্ষ লক্ষ লোক নিয়ে আসবে। ঢাকাকে অচল করে দিবে। সরকার পতনের দাবি তুলবে। সেজন্যই তারা চাল ডাল নিয়ে ওখানেই (দলীয় কার্যালয়ে) বসবাস করবেন। ওখানেই থাকবেন। এখন দুই কোটি মানুষের বাসযোগ্য ঢাকাকে সচল রাখার দায়িত্ব ডিএমপি কমিশনারের।

তিনি বলেন, তারা বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় আসছেন। সেজন্যই তারা নানা ধরনের ফন্দিফিকির, নানা ধরনের ষড়যন্ত্রের চিন্তা করেন। যেটা আওয়ামী লীগ কখনোই চিন্তা করে না। আওয়ামী লীগ সবসময়ই জনগণের মেন্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে।

মন্ত্রী বলেন, দলীয় কার্যালয়ে চাল-ডাল নিয়ে বিএনপি কী করছে সেটা আমরা খতিয়ে দেখবো। আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান খালি করে দিয়েছেন প্রধানমন্ত্রী। এগিয়ে এনেছেন ছাত্রলীগের সম্মেলন। তবুও বিএনপি সোহরাওয়ার্দীর পরিবর্তে নয়াপল্টনে সমাবেশ করতে চায়। তারা কেন সেখানে সমাবেশ করতে চায় সেটা বোধগম্য নয়।

হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলীর সভাপতি কে অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহমুদ মাহবুব আলী এমপি, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, হবিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আব্দুল মজিদ খান।

আরও উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, হবিগঞ্জের জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. আলমগীর চৌধুরী, ও শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

উল্লেখ্য, শায়েস্তাগঞ্জের বড়চর মৌজায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ১০০ শতক জমির ওপর সোয়া ৮ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন থানা ভবনটি নির্মাণ করা হয়েছে। ভবনের চারপাশে নানা রকম ফুল ও ফলের বাগান গড়ে তোলা হয়েছে। ভবন অভ্যন্তরে আধুনিক সভাকক্ষ, কর্মকর্তাদের বসার জন্য দৃষ্টিনন্দন অফিস রুম সহ অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে।

জানা যায়, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে হবিগঞ্জের কৃতিসন্তান শাহ এএমএস কিবরিয়া টেকনোক্রেট কোটায় অর্থমন্ত্রী হন। অর্থমন্ত্রী হয়ে হবিগঞ্জের অনেক উন্নয়ন কর্মকাণ্ড শুরু করেন তিনি।

এরই অংশ হিসেবে ২০০১ সালে প্রতিষ্ঠা করেছিলেন শায়েস্তাগঞ্জ থানা। থানা প্রতিষ্ঠার পর শহরের উদয়ন আবাসিক এলাকায় প্রথমে একটি বাসাভাড়া নিয়ে থানার কার্যক্রম শুরু হয়। পরে সেখানে স্থান সংকুলান না হওয়ায় একই এলাকার আরেকটি বাসায় স্থানান্তর করা হয়। প্রায় ২০ বছর ধরে ভাড়া বাসায় থানা কার্যক্রম পরিচালিত হয়।

২০১৮ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (পিডব্লিউডি) দরপত্র আহ্বান করে। ব্রাহ্মণবাড়িয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা কামাল ৭ কোটি ২৫ লাখ টাকায় কাজটি পান। পরে দরপত্রের বাইরে কাজ করানোয় আরও প্রায় দুই কোটি টাকা ব্যয় বাড়ানো হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৫৮ জন পুলিশ সদস্য সংবলিত এ থানায় পর্যাপ্ত স্থানের অভাবে এতদিন থাকা, খাওয়াসহ নানান সমস্যা ছিল। থানা ভবন উদ্বোধন হওয়ার পর এ সকল সমস্যা আর থাকবে না বলে মনে করছেন থানা সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain