শিরোনাম :
শাবি ভিসি’র বাংলোর সিসিটিভি’র হার্ডডিস্ক ‘গায়েব’ হিউম্যান রাইটস’র চেয়ারম্যান দেলোয়ার খানের বিদায়ী সংবর্ধনা কবি ও লেখক বাবুল দেবের রচিত নাড়ির টান ও প্রতিদিন প্রতিক্ষণ বই দুটির প্রকাশনা উৎসব ফেঞ্চুগঞ্জে সংবর্ধনায় খান জামাল-গনহত্যায় জড়িতদের জাতী ক্ষমা করবেনা নজির মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষককে বিদায় সংবর্ধনা মৌলভীবাজারের হত্যা মামলার আসামী সিলেটে গ্রেফতার গোয়াইনঘাটে আরইআরএমপি প্রকল্পের চেক প্রদান  সিলেটে ৬ লাখ টাকা আত্মসাত-পুলিশের চেষ্টায় টাকা ফেরত পেয়েছেন ওই নারী সিলেট মহানগর ২২ নম্বর ওয়ার্ডের সিরাতুন্নবী (সা.) মাহফিল সম্পন্ন সিলেটের সকল স্কুল কলেজের সামনে জেব্র ক্রসিং স্থাপনের দাবি-নিসচা সমাবেশে

রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের শীতবস্ত্র ও টিউবওয়েল বিতরণ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: রোটারী ক্লাব অব সিলেট মিডটাউন এর উদ্যোগে দক্ষিণ সুরমার পিরোজপুরে হাজী আছগর আলী হাফিজিয়া মাদ্রাসার এতিম ছাত্রদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল ও পুষ্টিকর ফল বিতরণ করা হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) সকালে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে এসব শীতবস্ত্র ও পুষ্টিকর ফল বিতরণ করেন রোটারি ক্লাব নেতৃবৃন্দ।
মাদ্রাসার মুহতামিম মৌলানা মুফতি আবু মো. ইয়াহিয়ার সভাপতিত্বে ও রোটারী ক্লাব অব সিলেট মিডটাউন এর সভাপতি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. ইমাদ উদ্দীন আরএফএসএম এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মারজান আহমদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র রোটারিয়ান মো. দেলওয়ার হোসেন, রোটারিয়ান পিপি শাহ জামাল আহমদ পিএইচএফ, রোটারিয়ান মো. ফারুক আহমদ আরএফএসএম, মো. আনোয়ার হোসেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য রোটারিয়ান মো. মুজিবুল হক শিমুল।
কোরআনে হাফেজদের প্রশংসা করে বক্তারা বলেন, কোরআনের পাখিরা যাতে আগামীতে সুনাগরিক হয়ে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেদিকে সবাইকে নজর দেওয়া উচিত। তবেই দুনিয়াতে এবং আখেরাতে কল্যাণ নিশ্চিত হবে। বক্তারা আরো বলেন, রোটারিয়ানরা সারা বিশ্বে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে এবং দ্বীনি প্রতিষ্ঠান সহ বিভিন্ন অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে রোটারী ক্লাবগুলো। অনুষ্ঠানে বক্তারা ক্লাবের এ মহতি কাজের জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পরিশেষে অনুষ্ঠানের সভাপতি মৌলানা মুফতি আবু মো. ইয়াহিয়া ক্লাবের সকল সদস্য, শিক্ষার্থী ও দেশের কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

পরে দক্ষিণ সুরমা এলাকার বলদি গ্রামের নিশিচন্দ্র দাস এর বাড়ীতে বন্যা পরবর্তী পুনবার্সন প্রকল্পের আওতায় রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ব্যবস্থানায় স্থাপিত একটি টিউবওয়েল উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রোটারিয়ান পিপি মো. দেলওয়ার হোসেন, রোটারিয়ান শাহ জামাল আহমদ পিএইচএফ, ক্লাব সভাপতি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. ইমাদ উদ্দীন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান ডা. তানবিরুল আরেফিন আরএফএসএম, ক্লাব সেক্রেটারী রোটারিয়ান শেলিনা আক্তার চৌধুরী পিএইচএফ, রোটারিয়ান মো. ফারুক আহমদ আরএফএসএম, মো. আনোয়ার হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain