শিরোনাম :
এইচএসসিতে সিলেটে পাসের হার ৫১ দশমিক ৮৬ শতাংশ ৫ দফা দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা বরাবরে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগরের স্মারকলিপি শান্তিগঞ্জ জেবিবি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ৩১ দফা বাস্তবায়ন করতে ধানের শীষকে বিজয়ী করতে হবে : তামান্না ৭ দফা দাবীতে জাগপা সিলেট জেলা ও মহানগরের মানববন্ধন কর্মসূচি পালন বিয়েতে বেড়াতে এসে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু পিআর পদ্ধতি নির্বাচনের দাবীতে সিলেট ইসলামী আন্দোলনের মানববন্ধন সালুটিকর বাজারে বিএনপির গণসমাবেশে কাইয়ুম চৌধুরী অবশেষে সিলেটের স্বপ্নের সেই সেতু প্রকল্পটি বাতিল-কিনব্রিজের নিয়ে পরিকল্পনা ঢাকায় আন্দোলনরত শিক্ষকদেরকে নির্যাতনের প্রতিবাদসহ বিভিন্ন দাবীতে সিলেটে শিক্ষকদের মানববন্ধন

জেলা প্রশাসকের কাছে ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক পরিষদের স্মারকলিপি

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ১৯৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক নগরীতে বৈধভাবে চলাচলের অনুমোদন প্রদানের দাবীতে স্মারকলিপি পেশ করা হয়।
গত (২৬ ডিসেম্বর) রবিবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের কাছে স্মারকলিপি পেশ করেন মালিক -শ্রমিক নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন প্রবিন শ্রমিক নেতা আনোয়ার হোসেন আনাই, সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক -শ্রমিক ঐক্য পরিষদের সহ সভাপতি জিল্লুল হক, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, সংগঠনের ৬ নং ওয়ার্ড সভাপতি শহীদ বকস, ৭ নং ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান, ৯ নং ওয়ার্ড সভাপতি শফিক মিয়া, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, কোষাধ্যক্ষ আজিজুর রহমান, ১০ নং ওয়ার্ড সভাপতি খোকন মিয়া, টুলটিকর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শাহ আব্দুল কুদ্দুস, কোষাধ্যক্ষ আব্দুল গনি, শাহপরান থানা রিকশা শ্রমিকলীগের সভাপতি ইদ্রিস আলী, শ্রমিক নেতা আমির হোসেন, ফজলু মিয়া প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়, সিলেট মহানগরীতে প্রায় ১৫-২০ হাজার মানুষ ব্যাটারি চালিত রিক্সার সাথে সরাসরি জড়িত। রিকশা মালিক -শ্রমিকরা উপার্জনের মাধ্যমে পরিবারের খরচ জোগাড় এর পাশাপাশি ছেলে-মেয়েদের স্কুল-কলেজে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। হটাৎ করে হাইকোর্ট ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করে দেওয়ায় পরিবারগুলো ক্ষতির সম্মুখীন হয়েছেন। সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক -শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ দীর্ঘদিন যাবত সরকারের কাছে বৈধভাবে নাম্বার প্লেট দিয়ে রিকশা চলাচলের জন্য দাবি করে আসছেন। মালিক -শ্রমিকরা বিভিন্ন সংস্থা থেকে ঋৃন ও কিস্তিতে রিকশা ক্রয় করে সংসার চালিয়ে যাচ্ছেন। বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসে বাংলাদেশের শ্রমিকরা অনেক ক্ষতিগ্রস্হ হয়েছেন। এমতাবস্থায় ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করে দেওয়ায় রিকশা’র সাথে জড়িত মানুষগুলো বেকার হয়ে যাবে। দরিদ্র মানুষগুলো বেকার হয়ে গেলে তারা অপরাধ মুলক কর্মকান্ডে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। স্মারকলিপিতে আরো বলায় হয়, ব্যাটারী চালিত রিক্সার কারণে কম খরছে মানুষ দ্রুত গন্তব্য স্থানে পৌছতে পারছেন।
বর্তমান সরকারের উন্নয়নের অংশ হিসবে ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠলে ও রিকশা চালকদের উন্নয়নের কোন ছোয়া লাগেনী। স্বাধীনতার ৫০ বছর হলেও আজ পর্যন্ত রিকশা চালকরা মানুষ হয়ে মানুষ টানে। আনন্দের বিষয় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জে ব্যাটারি চালিত রিক্সা চড়ে ঘুরে বেড়িয়েছেন এবং রিক্সা চালককে পুরস্কৃত করেছেন। এর অংশ হিসবে ব্যাটারী চালিত রিকশা চলাচলের অনুমতি দিয়ে স্বল্প আয়ের মানুষ উপকৃত হবেন।
রিক্সায় ব্যাটারী লাগানের ফলে বয়বৃদ্ধ রিক্সা শ্রমিকগণ আয়-রোজগার করতে পারছেন। মালিক -শ্রমিকদের পরিবার সহ সর্বদিক বিবেচনা করে ব্যাটারী চালিত রিক্সার বৈধ্যতা দিয়ে মেহনতী মানুষের আয়-রোজির ব্যবস্থা করে দেওয়ার জন্য সরকারের প্রতি বিনীত অনুরোধ জানান সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

 

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain