শিরোনাম :
আমরা সবাইকে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে নেব-সিলেটে-জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমরান চৌধুরী হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের, আহত ২৫ পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের কাছে দোকান মালিক ব্যবসায়ী সমিতির স্মারকলিপি গোয়াইনঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত নাগরিক পরিসর, ভৌত ও ডিজিটাল নিরাপত্তা এবং অপতথ্য মোকাবেলা’ শীর্ষক তিনদিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদীর লুনা-মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু ২৩৭ আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা খন্দকার মুক্তাদির এমপি নির্বাচিত হলে প্রথমে সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়নে কাজ করবেন : কয়েস লোদী সিলেটের ১৯ আসনের ১৪ টিতে একক প্রার্থী বাছাই বিএনপির, কারা পেলেন মনোনয়ন?

কবিতায়, গানে ও নাটকে-থিয়েটার মুরারিচাঁদের বিশ্বনাট্য দিবস উদযাপন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ১৭৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: নানা কর্মসূচির মাধ্যমে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ কলেজের নাট্য সংগঠন থিয়েটার মুরারিচাঁদ বিশ্ব নাট্য দিবস উদযাপন করেছে। আজ রোববার (২৭ মার্চ) বেলা ১১টায় কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করে।

সাবেক সভাপতি রেজাউল করিম রাব্বির পরিচালনায় এবং থিয়েটার মুরারিচাঁদের সভাপতি সৌরভ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, ক্যাম্পাস থিয়েটার আন্দোলন সিলেট জেলার সভাপতি ও মুরারিচাঁদ কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. বিলাল উদ্দিন, থিয়েটার মুরারিচাঁদের প্রতিষ্ঠাকালিন সদস্য ইয়াকুব আলী, মোহনা সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক পল্লবী দাস মৌ। স্বাগত বক্তব্য রাখেন থিয়েটার মুরারিচাঁদের সাধারণ সম্পাদক উষা কান্ত বিশ্বাস।

সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় কলেজের সাংস্কৃতিক সংগঠন মোহনা, কবিতা পরিষদ। থিয়েটার মুরারিচাঁদ পরিবেশন করে নৃত্য, আবৃত্তি, গান ও নাটক।

বক্তারা বলেন, নাট্যকর্মীদের জন্য এমনকি নাটকের জন্য বিশ্বব্যাপী একটি দিন আছে সেটিই একটি বড় আনন্দের বিষয়। নাটক সমাজের যে অসঙ্গতিগুলো ফুঁটিয়ে তুলে সুন্দর সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখে আজকের বিশ্ব নাট্য দিবসে তা আরও প্রাণিত হোক এবং শক্তি যোগাক। সমাজের উন্নতিতে, সাধারণ মানুষের অধিকার আদায়ে গানে, কবিতায়, নৃত্যে ও সংলাপে আরও দৃঢ়তার প্রয়াশ জাগুক সকলের মাঝে।

বক্তারা সকল নাট্যকর্মী, নাটক সংশ্লিষ্টসহ সকলকে বিশ্ব নাট্য দিবসের শুভেচ্ছা জানান। পাশাপাশি সংস্কৃতিচর্চায় সমৃদ্ধ হয়ে নিজেকে একজন পরিপূর্ণ ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain