আন্তর্জাতিক ডেস্ক:: ভারতে উড়ন্ত অবস্থায় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দু’জন পাইলটের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ৯টা ১০ মিনিটে রাজস্থানের বারমার জেলায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তাদের শরীর ছিন্ন বিছিন্ন হয়ে গেছে।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির আদালত।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিমান দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। টুইটারে দেওয়া পোস্টে তিনি লিখেন, রাজস্থানের বারমারের কাছে বিমান বাহিনীর মি -২১ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দুই বিমানযোদ্ধার মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। সূত্র: এনডিটিভি