অনুসন্ধান ডেস্ক ::: ভারতীয় সহকারী কমিশনার অনিরুদ্ধ দাস এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সুহৃদ সমাজ সিলেট এর আহবায়ক, আইসিসিআর স্কলার্স ফোরাম সিলেট এর কো-অর্ডিনেটর, মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট এবং বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ এর সন্মানিত উপদেষ্টা ড. হিমাদ্রী শেখর রায়।
গত ১২ জানুয়ারি সোমবার সন্ধ্যায় সিলেট কার্যালয়ে ভারতীয় সহকারী কমিশনারের সৌজন্য সাক্ষাৎ করেন প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়।
এ সময়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রফেসর রায় জানান, প্রায় ৪০ জন আইসিসিআর স্কলার্স সিলেট এ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি ভিসা প্রক্রিয়া সহজ করতে সহকারী কমিশনার অনিরুদ্ধ দাসকে অনুরোধ করেন। দুই দেশের সম্পর্ক উন্নত করা এখন সময়ের দাবী বলে আলোচনা হয়। প্রতিবেশী দেশের সাথে ভালো সম্পর্ক থাকলে উভয় দেশই উপকৃত হয় বলে তারা মনে করেন। বিজ্ঞপ্তি