অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ ব্যাংক, সিলেট এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ২৬ মার্চ সকালে ব্যাংক ভবনে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত ডিজিএম (প্রশাসন-২) নৃত্য রঞ্জন দত্ত পুরকায়স্থ। সকাল সাড়ে আটটায় ব্যাংক চত্বর হতে শোভাযাত্রা সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) রূপ রতন পাইন ও মহাব্যবস্থাপক একেএম এহসান এর নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন ডিজিএম (প্রশাসন -১) খালেদ আহমদ, ডিজিএম (প্রশাসন -২) নৃত্য রঞ্জন দত্ত পুরকায়স্থ, ডিজিএম সৈয়দ শোয়েবুর রহমান, এটিএম আব্দুল্লাহ, মোঃ জাবেদ আহমদ, মোঃ সাইফুল আলম, আশরাফ আলী ভুঁইয়া, যুগ্ম পরিচালক মোহাম্মদ আব্দুল মন্নান, সুব্রত তালুকদার, পরেশ চন্দ্র দেবনাথ, মোঃ ইকবাল হাসান, বিনয় ভূষণ রায়, জ্যোতি মোহন বিশ্বাস, মোহাম্মদ আলী আকতার, মোঃ আশরাফ উদ্দিন, ছালেহ আহমদ, উপপরিচালক রাজেশ্বর ভট্টাচার্য্য, লিভাষ চন্দ্র পোদ্দার, নিরূপম তালুকদার, মোঃ আসাদুল হাকিম, অফিসার মোহাম্মদ আতাউর রহমান,মোঃ মনির উদ্দিন, মোঃ আলমগীর, মোঃ মোফাখখারুল ইসলাম, সিবিএর সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, সিবিএ নেতা মোঃ আব্দুল মোতালেব, মোঃ বাবুল আক্তার, কর্মচারী সংঘের সহসভাপতি মোঃ ইদ্রিস মিয়া, সাধারণ সম্পাদক রাসেল আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক আলীনুর রহমান, মোঃ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ তাহের মিয়া, সুবীর ধর প্রমুখ। বাদ জোহর শাহজালাল উপশহর বাংলাদেশ ব্যাংক নিবাস মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ডিজিএম মোঃ আতিকুর রহমান দোয়া মাহফিল আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করেন।